কয়রায় নব যাত্রা প্রকল্পের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধে গন সমাবেশ গতকাল মঙ্গলবার সকাল ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডি সার্কেল আছাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানা কর্মকর্তা ইনচার্জ তারক বিশ্বাস। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার পাড়, আলহাজ¦ সরদার নুরুল ইসলাম,কবি জিএম শামছুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, এ্যাড. আবু জাফর,নিকাহ রেজিষ্টার আলহাজ¦ দীন মোহাম্মাদ, নবযাত্রা প্রকল্পের শহিদুল আহসান, শরিফুর রহমান প্রমুখ।