মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে ছেলে ধরা সন্দেহে একজনকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, তবে প্রাথমিক তদন্তে নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
সন্দেহভাজন ব্যক্তির নাম হাকিম আলী (৫৫)। সে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাওসার গ্রামের মৃত হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত হাকিম আলীর সাথে কথা বলে জানা যায়, গতকাল নিজ বাড়ী বন্দর থেকে মুন্সীগঞ্জের গজারিয়ার তেতৈতলা গ্রামে আতœীয় উকিল উদ্দিনের বাড়ীতে বেড়াতে এসেছিলেন তিনি। আজ ( মঙ্গলবার) সকালে গ্রাম ঘুরে দেখার জন্য বের হয়ে হাটতে হাটতে বড় রায়পাড়া গ্রামে চলে যান তিনি। সেখান এক দোকান থেকে চকলেট কেনার পর স্থানীয় লোকজন তাকে নানা প্রশ্ন শুরু করে এক পর্যায়ে উত্তেজিত জনতা ছেলে ধরা সন্দেহে তাকে মারধর করতে শুরু করে। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা করে প্রাথমিক তদন্তে বিষয়টি গুজব ও লোকটি নিরপরাধ বলে নিশ্চিত হয় পুলিশ।
গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মো: হারুন অর রশিদ জানান, প্রাথমিক চিকিৎসা করে প্রাথমিক তদন্তে বিষয়টি গুজব ও লোকটি নিরপরাধ বলে নিশ্চিত হই আমরা। লোকটি নির্দোষ হওয়ায় তাকে উকিল উদ্দিনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।