পদন্নোতিজনিত কারণে সদ্য বদলী হওয়া বরিশালের গৌরনদী উপজেলার চৌকস নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনকে বিদায়ী সংবর্ধণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ হলরুমে মিডিয়া বান্ধব এ নির্বাহী অফিসারকে সংবর্ধণা দেওয়া হয়। সংবর্ধণা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গবর্নিং বডির সভাপতি খালেদা নাছরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল। বক্তব্য রাখেন কলেজ গবর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, রেজাউল করিম, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, গণেশ চন্দ্র মন্ডল, মোখলেচুর রহমান, বিমল মন্ডল প্রমুখ। শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ।