ময়মনসিংহের গফরগাঁওয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মশক নিধন ও পরিচ্ছন্নতা কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, এসিল্যান্ড মোহাম্মদ আবুল মুনসুর, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শেখ আওরঙ্গ হেলাল, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন। আগামি ২৫-৩১ জুলাই মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হবে।