ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল মঙ্গলবার সকালে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এবং সোনালী ব্যাংক, গফরগাঁও শাখার তত্ত্বাবধানে স্থানীয় খায়রুলাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক, গফরগাঁও শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন খায়রুলাহ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক, ময়মনসিংহ প্রিন্সিপাল অফিসের এজিএম মোঃ গোলজার হোসেন খান। এ ওয়ার্কশপের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার সহকারি পরিচালক মোঃ এমদাদুল হক।
ওয়ার্কশপে ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রী, চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেয়।