অতিসম্প্রতি দেশব্যাপী ছেলে ধরা কিংবা কল্লা কাঁটা গুজবে কাউকে কান না দিতে চতুর্থদিনের ন্যায় মঙ্গলবার দিনভর জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে ব্যাপক মাইকিং করা হয়েছে।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেনের নির্দেশে উপজেলা সদরসহ পাঁচটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় এসআই দেলোয়ার হোসেন মাইকিং করে বলেন, ছেলে ধরা কিংবা কল্লা কাঁটা ¯্রফে একটি গুজব। দেশের কোথাও এ গুজবের কোন সত্যতা পাওয়া যায়নি। তাই এ গুজবে কেউ কান দিবেন না। আগৈলঝাড়ার কোথাও সন্দেহভাজন কাউকে দেখলে বা আটক করা হলে তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার আহবান করা হলো।
থানার ওসি আফজাল হোসেন বলেন, পুলিশের হেড কোয়ার্টারের নির্দেশে সমসাময়িক সময়ের গুজবে কান না দেয়ার জন্য এবং যদি কোন ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে তাৎক্ষনিক প্রশাসনকে জানানোর জন্য থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।