ভবন সংকটের কারণে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। বর্তমানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকেও বিদ্যালয়ের পুরনো ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় নয়তো বিদ্যালয়ের পাশের মসজিদের বারান্দায় বসে পাঠদান করানো হচ্ছে। তবে এসব জায়গাতেও ঠাঁই মিলছে না বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের। তাই বিদ্যালয়ের কাছেই একটি ঘর ভাড়া নিয়ে চালানো হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম।
এ চিত্র বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ১৪৪ নম্বর পশ্চিম রূপাতলী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। মাত্র পাঁচজন শিক্ষক নিয়েই চলছে এ বিদ্যালয়ের কার্যক্রম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বেশিরভাগ সময়ই কাটাতে হচ্ছে ভবন ধ্বসের ঝুঁকি নিয়ে আর এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে। বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক আবদুর রব হাওলাদার জানান, বিগত ১০ বছর ধরে এ বিদ্যালয়ের জরাজীর্ণ পুরোনো ভবনের স্থলে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ পেতে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘুরেও কোন সুফল মেলেনি। সর্বশেষ কয়েক বছর আগে পাওয়া এককালীন সরকারী বরাদ্দের টাকা দিয়ে একটি টিনের ঘর নির্মাণ করা হলেও দুই সপ্তাহ আগে ঝড়ের সময় গাছ পরে সেটিও ধ্বংস হয়ে গেছে। তাই এখন কোনোরকমে বিদ্যালয়ের পাশের মসজিদের বারান্দাতেই শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। আর নামাজের সময় বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দাতে পাঠদান করাতে হচ্ছে।
অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের আশপাশের তিন কিলোমিটার পর্যন্ত এলাকায় কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে এ বিদ্যালয়েই শিক্ষার্থীর সংখ্যা বেশি। তবে ভবন সংকটের কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। আগে গড়ে এখানে তিনশ’ শিক্ষার্থী থাকলেও এখন সে সংখ্যা আড়াইশ’তে নেমে গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, ১৯৬৪ সালে এ বিদ্যালয়টি স্থাপিত হওয়া সত্বেও ভবন পেয়েছে ১৯৯৪ সালে। পরবর্তীতে ২০০৮ সালে এ বিদ্যালয়ের জন্য তিন কক্ষ বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ করা হয়। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়। এরপরে আর পাওয়া যায়নি কোনো নতুন ভবন। সরকারীভাবে এ বিদ্যালয়ের জন্য এককালীন বাৎসরিক ৪০ হাজার টাকা দেওয়া হয়। যা ব্যবহার করে বাঁশ ও টিন দিয়ে দুইটি নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়। তবে কিছুদিন পূর্বে প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে সেটিও ভেঙে গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ২৫৪জন। তাদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র দুইটি শ্রেণিকক্ষ। আর বাকি দু’টির মধ্যে একটিতে শিক্ষকরা, অন্যটিতে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মালামাল রাখা হয়। অন্যদিকে এই বিদ্যালয়ে ভবন সংকটের পাশাপাশি রয়েছে শিক্ষক সংকট। বিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে মাত্র পাঁচজন শিক্ষক। এ ছাড়া গত মাসে এ বিদ্যালয়ের জন্য সরকার থেকে একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর পাওয়া গেলেও এটি ব্যবহারের জন্য কোনো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়নি। এ ছাড়া বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থীদের জন্য নেই কোনো নির্ধারিত শিক্ষক কিংবা শ্রেণিকক্ষ। কোনোমতে বিদ্যালয়ের পাশের একটি কক্ষ ভাড়া নিয়ে চালানো হচ্ছে শিশু শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদা বেগম বলেন, ২০১৮ সালে এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩২৮জন। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ২৫৪জন। ভবন সংকটের কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে আসছে। যা বিদ্যালয়ের জন্য হুমকিস্বরূপ। বিদ্যালয়ের ভবন নির্মাণে সাবেক প্রধানশিক্ষকসহ আমরা অসংখ্যবার কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্মকর্তারা এসে বিদ্যালয়ের অবস্থা দেখেও গেছেন। এনিয়ে তারা চেষ্ঠা করেও ভবন নির্মাণের জন্য বরাদ্দ আনতে পারেননি।
প্রধানশিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, বিদ্যালয়ের ভবন সংকটের কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। ভবন নির্মাণ হলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। এ ছাড়া অনতিবিলম্বে বিদ্যালয়ের শিক্ষক সংকটও দূর করা প্রয়োজন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান মিয়া বলেন, বিদ্যালয়টি বেসরকারী প্রতিষ্ঠান থাকাকালীন এখানকার শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ বৃত্তি পেয়েছিল। এ ছাড়া এই বিদ্যালয়ের ভবনটি ভোট কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। তাই এ স্কুলের আলাদা সুনাম রয়েছে। কখনও কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষায় ফেল করেনি। তাই বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।