আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে বিভিন্ন সময় আটক হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন ৩৭ জন দুর্ধর্ষ জঙ্গী। এদের মধ্যে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি রয়েছে তিনজন। অপর আসামীদের মামলাগুলোও রয়েছে বিচারাধীন। ওদিকে এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিন জঙ্গির কয়েকটি মামলায় হয়েছে সাজা। অন্য ৩৪ জন জঙ্গির নামেও বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলো বিচার প্রক্রিয়াধীন রয়েছে। এসব জঙ্গি বন্দিদের নিয়ে রীতিমতো চিন্তিত থাকতে হয় কারা কর্তৃপক্ষকে। তাছাড়া এদেরকে আদালতে আনা নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া সর্তকতায় দায়িত্ব পালন করতে হয়।
একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম কারাগারে বন্দী ৩৭ জঙ্গীর মধ্যে জাবেদ ইকবাল প্রকাশ আবু হুররারের বিরুদ্ধে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় সাজা হয়েছে তার। এসব মামলার মধ্যে ৩টিতে ২০ বছর করে, একটিতে ১৪ বছর, ৮টিতে ১০ বছর করে, একটিতে ৩০ বছরসহ অন্তত সবকটিতে বিভিন্ন মেয়াদে সশ্রম সাজা ও অর্থদ- রয়েছে তার বিরুদ্ধে। আবার তার তিনটি মামলা বিচারাধীনও রয়েছে। জঙ্গী শামীম হোসেন গালিবের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চাঁদপুর, সাতক্ষীরা, রাঙামাটির বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় ৩০ বছর করে সশ্রম সাজা ও অর্থদ- হয়েছে। ২টি মামলা বিচারাধীন রয়েছে। জঙ্গী মঞ্জুরুল মুরাদ প্রকাশ প্রকাশ আল রায়হী মুরাদের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া ৩৪ জন জঙ্গির নামে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলো বিচারাধীন রয়েছে। এদের মধ্যে মো. শামীম হোসেন প্রকাশ শামীম হাসানের বিরুদ্ধে একটি মামলা, আরজিনার বিরুদ্ধে সাতটি মামলা, হাছানের বিরুদ্ধে আটটি মামলা, সালাহ উদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে দুইটি মামলা, আশফাকুর রহমান প্রকাশ আবু মাহির বিরুদ্ধে দুইটি মামলা, বাবলু রহমানের বিরুদ্ধে তিনটি মামলা, মো. তাজুল ইসলাম সুমনের বিরুদ্ধে দুইটি মামলা, শরফুল আওয়ালের বিরুদ্ধে তিনটি মামলা, আমিরুজ্জামান পারভেজের বিরুদ্ধে একটি মামলা, সাবকাত আহম্মেদের বিরুদ্ধে একটি মামলা, ফাহাদ বিন সোলাইমানের বিরুদ্ধে একটি মামলা, রাকিব হাসান প্রকাশ খালিদের বিরুদ্ধে তিনটি মামলা, হাবিবুর রহমান প্রকাশ তাহসীন হাবিবের বিরুদ্ধে দুইটি মামলা, আবদুল খালেক হুরায়রার বিরুদ্ধে তিনটি মামলা, আমির হোসাইন ইসহাক প্রকাশ লিটনের বিরুদ্ধে দুইটি মামলা, আমিনুল ইসলাম হামজার বিরুদ্ধে দুইটি মামলা,
মোবাশ্বের সামাদ খান প্রকাশ সামাদের বিরুদ্ধে দুইটি মামলা, আজিজুল হক প্রকাশ আজিজের বিরুদ্ধে পাঁচটি মামলা, আবদুল কাইয়ুম শেখ প্রকাশ মানছুর ইসলামের বিরুদ্ধে একটি মামলা, শফিকুল ইসলাম শেখ প্রকাশ সালাউদ্দিনের বিরুদ্ধে তিনটি মামলা, মনিরুজ্জামান মজুমদার প্রকাশ মাসুদের বিরুদ্ধে পাঁচটি মামলা, মোজাহের হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা, সাব্বির আহমদের বিরুদ্ধে তিনটি মামলা, মুসয়াব ইবনে উমায়েরের বিরুদ্ধে দুইটি মামলা বিচারাধীন রয়েছে। মো. এরশাদ হোসেন প্রকাশ মামুনের বিরুদ্ধে একটি মামলা, মো. মাহবুব প্রকাশ খোকনের বিরুদ্ধে চারটি মামলা, মিনহাজুল ইসলাম প্রকাশ সাজিল প্রকাশ সজিবের বিরুদ্ধে দুইটি মামলা, শাহজাহান প্রকাশ কাজলের বিরুদ্ধে চারটি মামলা, নুর নবী প্রকাশ কালা মটকোর বিরুদ্ধে তিনটি মামলা, রমজান আলী প্রকাশ রাজুর বিরুদ্ধে একটি মামলা, আবদুল মান্নানের বিরুদ্ধে একটি মামলা, সুজন প্রকাশ বাবুর বিরুদ্ধে চারটি মামলা, বুলবুল আহম্মদ সরকার প্রকাশ মেহেদীর বিরুদ্ধে আটটি মামলা ও জহিরুল হক প্রকাশ জসিম উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন সাংবাদিকদের বলেন, বিভিন্ন মামলায় এখানে গ্রেফতার হয়ে ৩৭ জন আসামি কারাগারে বন্দি রয়েছেন। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে। এসব জঙ্গি বন্দিদের নিয়ে রীতিমতো চিন্তিত থাকতে হয় কারা কর্তৃপক্ষকে।