বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গৌরব ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে মঙ্গলবার সকালে আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। বেলা ১২টায় উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় এক বিশাল বর্নাঢ্য র্যালী প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুদরত-ই-এলাহী কাজলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালেক, যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, রাকিবুল হাসান রিপু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, এ্যাড. শামসুল হক শাম, সামছুল হক খন্দকার, আবদুল হক আবু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম রতন, এসএম বেলাল হোসেন, নিসরুল হামিদ ফুতু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনজু আরা বেগম, সাঃ সম্পাদক সালমা বেগম চাঁপা খন্দকার, আওয়ামী লীগ নেতা জিআরএম শাহজাহান, জাহিদ হাসান পিয়াল, আসলাম সিকদার, যুবলীগ সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ।