ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অপরিচিতদের না মারার জন্য মঙ্গলবার বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুলিশ প্রশাসনের পক্ষ হতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এলাকায় সন্দেহজনক কাউকে দেখলে পুলিশে খবর দিতে বলা হয়েছে। প্রচারণায় আইন নিজেদের হাতে তুলে না নিতে জনসাধারণকে অনুরোধ করা হয়। জেলা পুলিশ সুপারের পক্ষ হতে এই প্রচারণা চলছে।
চিতলমারী থানার পরিদর্শক মীর শরিফুল হক জানান, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগার গুজবকে কেন্দ্র করে সারাদেশে সম্প্রতি গণপিটুনিতে মানুষ মারার ঘটনা ঘটে। ছেলে ধরা গুজব প্রতিরোধের জন্য জেলা পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করা হয়েছে। এরপর সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা শুরু করা হয়।
প্রচারণায় আরো উল্লেখ করা হয়, গুজব ছড়িয়ে দেশে বা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। গণপিটুনি দিয়ে মৃত্যুর ঘটনা গুরুতর ফৌজদারী অপরাধ। আইন নিজের হাতে তুলে নেয়া দন্ডনীয় অপরাধ। এসব থেকে সবাইকে বিরত থাকতে বলা হচ্ছে।