কিশোরগঞ্জের ইটনায় মুদিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সাথে মমতাজ আলী ও শিরিন আক্তার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে। দুজনই উপজেলা মাসিক মিটিংয়েও অংশগ্রহণ করেন। একই স্কুলে দুজনের দায়িত্ব পালনে আশ্চর্য হয়েছেন স্থানীয় এলাকাবাসীও।
এ বিষয়ে মমতাজ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ১৯৮২ সাল থেকে আমি অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছি। ১৯৯৩ সালে পহেলা এপ্রিল আমাকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছে নিয়োগ কমিটি। ২০১৩ সালে দেশের সকল রেজেষ্ট্রি স্কুল জাতীয় কারণ হলে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়িত্ব দেওয়া হয়। সকল কিছু কাটচাট করেও আমার অভিজ্ঞতা ২২ বছরের। বিষয়টি নিয়ে আমি আদালতে মামলা করেছি। মামলা নং- ৬৩ তারিখ- ২৭/০৬/২০১৯ইং।
অপরদিকে শিরিন আক্তার বলেন- গ্রেডিয়েশনে আমি সিনিয়র। একই সাথে কীভাবে স্কুলের দুজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জানতে চাইলে তিনি বলেন- আমরা দুজনই উপজেলা মাসিক মিটিং এ অংশগ্রহণ করি।
এ বিষয়ে ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তৎকালীন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের নির্দেশক্রমে শিরিন আক্তারকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ আদেশকে চ্যালেঞ্জ করে মমতাজ আলী কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। তিনি আরও জানান আমাকে মামলায় শোকজ করা হয়েছে। এখন আদালতের চূড়ান্ত রায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন।