বরগুনা জেনারেল হাসপাতাল এলাকায় একটি গাড়ি চোর চক্র সক্রিয় রয়েছে। ইতোমধ্যে এই এলাকা থেকে একটি ইজি বাইক ও একটি হিরো হুন্ডা চুরি করেছে এই চক্রটি। চোরের ছবি (ক্লোজ সার্কিট) সিসি ক্যামেরায় ধরা পড়লেও সনাক্ত করা যায়নি বলে এই চক্রটি অধরাই থেকে যাচ্ছে।
গাড়ির মালিক জানায়, গত ১৬ জুন সকাল ৯ টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের উরবুনিয়া গ্রামের মো. হাচান নামের এক বাইক চালককে রোগী নিয়ে মির্জাগঞ্জ যাওয়ার জন্য এক যাত্রী ভাড়ায় ঠিক করে হাসপাতালের সামনে নিয়ে যায়।
যাত্রী রোগী নিয়ে আসার জন্য হাসপাতালের ভিতরে চলে গেলে চালক হাসান তার বাইক নিয়ে অপেক্ষা করতে থাকে। কিছু ক্ষন পরে অজ্ঞাত এক ব্যাক্তি চালক হাসানকে একটি রুটি ও একটি ফিজআব খেতে দেয়। রুটি ও ফিজআব খেয়ে হাসান অজ্ঞান হয়ে পড়ে। এ সময় পাশর্^বর্তী লেকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা নিয়ে হাসান বেড়িয়ে এসে দেখতে পায় হাসপাতালের সামনে রাখা বাইকটি নেই। পরে অনেক খেঁজা খুঁজি করে আর গাড়িটি পাওয়া যায়নি। পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনুমান করা যায় তার গাড়িটি চুরি হয়েছে। কেমেরার ফুটেছে চোরকে সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে চালক হাসানের ভাই মো. রিপন বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার নং-১০০২/১৮-০৭-১৯ ইং।
গত ২৪ জুন আয়লা পাতাকাটা এলাকার এক ব্যাক্তির একটি হিরো হুন্ডা হাসপাতালের সমনে থেকে চুরি হয়ে যায়। ওই সময় সিসি ক্যামেরায় ধরা পরা চোরের ছবি সনাক্ত করার জন্য ফেইসবুকে প্রকাশ করা হয়েছিল।
রোগী নিয়ে যাত্রীসহ চালকরা হাসপাতালের সামনে বাইক ও মটর সাইকেল রেখে উৎকন্ঠার মধ্যে থাকার সুযোগে একটি চক্র গাড়ি চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরায় চোরদের ছবি সনাক্ত করা না যাওয়ার ফলে চক্রটি সক্রিয় রয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের নজরদারি জোরদার করা হলে এই চক্রকে ধরা সম্ভব হবে বলে ভুক্তভোগীরা মনে করছেন।