বরিশালের পুলিশ সুপার বিপিএম বার মহাদয়ের নির্দেশনায় আগৈলঝাড়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে (২২ জুলাই ) সকাল ১১ঘটিকার সময় আগৈলঝাড়া থানা এলাকার সদরে আগৈলঝাড়া শ্রীমতী মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক মাদক বিরোধী ও সচেতন মুলক সভা অনুষ্ঠিত হয়। ওই মাদক বিরোধী ও সচেতন মুলক সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, একজন শিক্ষার্থী যদি মনে করে মাদক হচ্ছে সমাজের বড় ব্যাধি এটা পরিহার করলে নিজের জীবন সহ সমাজের প্রতিটি সুন্দর পরিবেশ কে মাদক মুক্ত করা যাবে, তার সাথে শিক্ষাঙ্গন কে ও মাদক মুক্ত করা যাবে, তাই সকল শিক্ষার্থী আজ শপথ করুন আমরা আজকের পর থেকে মাদক মুক্ত নিজ-নিজ এলাকা গড়ে তুলবো, আর যারা মাদক বিক্রির সাথে জরিয়ে পড়বে তাদের আমরা আইনের হাতে তুলে দেবো।এই শপথ দিয়ে শুরু হউক মাদকের বিরুদ্বে জিহাদ ঘোষনা,
আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্দা আবদুর রইচ সেরনিয়াবাতা বলেন, দেশে কিছু কু-চক্র মহল গুজব ছড়াচ্ছে কল¬া কাঁটা এ গুজবে কান দিবেন না, তাছারা কোথায় কোন অপরাধ দেখলে আপনারা আমাদের ফোন করবেন পুলিশ সাথে সাথে তার ব্যবস্থা নিবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,আগৈলঝাড়া এসএম বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সহ অনেকে।