জাতীয় পাবলিক সার্ভিস দিবস বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত। দিবসটির তাৎপর্য তুলে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.আশুতোষ রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুননেছা, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, ডা.সৈকত জয়ধর, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা কাঞ্চন বালা মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী রোমানা ফেরদৌস স্বর্না, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, আমার বাড়ি আমার খামার কর্মকর্তা সুব্রত হালদার, পল¬ীবিদুৎ এর এজিএম দেলোয়ার হোনেস প্রমুখ।