“ঘর পুড়লে ছাই থাকে কিন্তু নদী ভাঙনে কিছুই থাকে না”। আপনাদের জমি হয়ত ফিরিয়ে দিতে পারবো না তবে আগামি এক মাসের মধ্যে ভাঙন প্রতিরোধের কার্যকরি ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। বর্তমান সরকার নদী ভাঙন প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নদী বিধৌত বাবুগঞ্জে ভাঙ্গনের কবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। নদীর গতিপথের পরিবর্তন হয়ে নতুন নতুন ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। আমি আপনাদের পাশে আছি এবং ভাঙন রোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। বর্তমান সরকার নদী ভাঙনের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সোমবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্বভূতেরদিয়া গ্রামের মোল্লার হাট এলাকায় সন্ধা নদীর ভাঙনে বসতবাড়ি হারা পরিবার ও ভাঙন এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু। ভাঙন পরিদর্শন কালে গৃহহারা ৫টি পরিবারসহ ক্ষতিগ্রস্থ ১৮টি পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন এমপি টিপু। এ সময় উপস্থিত ছিলেন কেদারপুর ইউপি চেয়াম্যান নূরে আলম বেপারী, উপজেলা জাপা সভাপতি মকিতুর রহমান কিসলু, কেদারপুর আওয়ামী লীগ সম্পাদক মাহাবুবুল আলম মাসুম মৃধা প্রমূখ।