বাগেরহাট সদরের বাদে কাড়াপাড়া এলাকার শেখ মোহাম্মদ আলীর মেজ কন্যা মোহনা খাতুন(১৪) ও ছোট কন্যা সুমনা খাতুন(০৮) গত ২১/ ০৬/ ২০১৯ ইং তারিখ সকাল দশটার সময় তাদের নানা বাড়ি যাওয়ার পথে হারিয়ে গেছে। মোহনা খাতুন কাড়াপাড়া গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ও সুমনা খাতুন কাটিগুমতি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। তাদের সকল স্থানে খোঁজাখুঁজি করে কেউ কোন সন্ধান এখনো মিলাতে পারি নাই।
মোহনা খাতুন এর উচ্চতা ৪ফুট ৮ ইঞ্চি, মুখম-ল গোলাকার, গায়ের রং ফর্সা ও তার পরনের সেলোয়ার কামিজটি ছিল ব্লু রংয়ের। সুমনা খাতুনের উচ্চতা ৪ ফুট, মুখম-ল গোলাকার, গায়ের রং শ্যামলা এবং তার পরনে ছিল টিয়া রং এর সেলোয়ার। এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৯৫৩/১৯