সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণ এবং দিরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে শাল্লা থানায় মামলা দায়ের হলেও ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ অপর দিকে দিরাইয়ে ছাত্রীকে শ্লীলতাহনির অভিযোগে উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদ পুর গ্রামের মুসলিম উদ্দীনের বখাটে পুত্র মোক্তাদির (২২) ও নজরুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
জানাযায়, গত শুক্রবার (১৯ জুলাই) দুপুরে স্থানীয় মাদরাসার নলকূপ থেকে ওই ছাত্রী পানি আনতে গেলে হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হুমায়ুন কবিরের বখাটে ছেলে সোহেল মিয়া (২৫) শিশুটিকে মাদরাসার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে সোহেল পালিয়ে যায়। ঘটনাটি বখাটের পরিবার ও স্থানীয় মাতব্বররা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তবে শিশুটির পিতা স্থানীয় মাতব্বরদের রক্তচক্ষু উপেক্ষা করে গত ২১ জুলাই রাতে হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হুমায়ুন কবিরের বখাটে ছেলে সোহেল মিয়া (২৫) কে আসামি করে শাল্লা থানায় মামলা দায়ের করেছেন শিশুটির পিতা। পরবর্তিতে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
অপর দিকে দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে দুই বখাটে সোমবার বিকেলে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশের রাস্তায় তাকে জোরপূর্বক ব্যাটারী চালিত অটো রিকশার তুলার চেষ্টা করে। বখাটের কবল থেকে বাঁচতে গিয়ে ছাত্রীটি রাস্তায় ছিটকে পরে মারাত্মক আহত হয় এবং হাসপাতালে চিকিৎসা নেয়। তাৎক্ষনিক হাসপাতালে ছুটে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালসহ অন্যান্ন শিক্ষকগণ। প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশে দেন।
সোমবার দিবাগত রাত ৮ টায় উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মুসলিম উদ্দীনের বখাটে পুত্র মোক্তাদির (২২) ও নজরুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
দিরাই থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি নিজে অভিযান চালিয়ে দুই বখাটেকে আটক করেছি।