নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা’র সরকারী মোবাইল নম্বর ০১৭৩০-৪৬০০১২ ক্লোন করে বিভিন্ন কর্মকর্তার/কর্মচারীর কাছে প্রতারক চক্র ফোন করছে বলে জানাগেছে। জানাগেছে, প্রতারক চক্র মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে সহকারী শিক্ষা কর্মকর্তা শাহনাজ আখতার, সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুশহাক আলী ও পোরশা মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়ক কর্মচারী ফারুখ আহম্মেদের কাছে ফোন করেন। তবে ওই প্রতারক দুই কর্মকর্তার সাথে কথা বলতে না পারলেও কথা বলেছেন অফিস সহায়ক ফারুকের সাথে। এ ব্যাপারে জানতে চাইলে শাহনাজ আখতার ফোন ধরতে পারেননি এবং পরে ফোন ব্যাক করলে ওই নম্বটি বন্ধ পান বলে জানান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুশহাক আলী ফোন ধরেছেন এবং দু’একটি কথা বলতেই প্রতারক ফোন কেটে দিয়ে বন্ধ করে দেন বলে জানান। অপরদিকে ফারুক জানান, প্রথমত ওই ব্যাক্তি ০১৭৮৫-৪২৮৬২২ নম্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে তার কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের মোবাইল নম্বর চান। এ সময় তিনি বিশ্বাস না করলে প্রতারক ইউএনও’র সরকারী মোবাইল নম্বর থেকে কথা বলেন। এতে বিশ্বাস করে তিনি ওই ব্যাক্তিকে ৩/৪জন প্রতিষ্ঠান প্রধানের নম্বর দেন বলে জানান। পরে বিষয়টি জানাজানি হলে ফারুখ প্রতিষ্ঠান প্রধানদের নিশেধ করেন এবং বিষয়টি প্রশাসনিক কর্মকর্তাকে অবগত করেন বলে জানান। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা “উপজেলা প্রশাসন পোরশা” ফেসবুক আইডিতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি ও প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিকে অবগত করা হয়েছে বলে জানান। এছাড়াও সরকারী ওই নম্বর থেকে কেউ কোনো টাকা পয়সা চাইলে না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন বলে জানান। তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে থানায় একটি জিডি করবেন বলেও জানান।