নওগাঁর পোরশায় সন্দেহাতীত ভাবে তিন ব্যাক্তিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। আটকৃতা হলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের আশরাফের ছেলে আলাউদ্দিন(৪০) একই জেলার বেলকুচি থানার চরচালা গ্রামের হাজি সান্তার ছেলে হাবিবুর রহমান ভুট্টু (৪৭) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সাত্তারের ছেলে একেএম মানিউল(২৮)।
পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই তিন ব্যাক্তি একই সাথে উপজেলার নিতপুর গানইর দারসা বীলে ঘুরাঘুরি করছিল। এলাকার লোকজন সন্দেহ বশত: তাদের আটক করে থানায় সোপর্দ করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার হবে।