দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমান আদালত ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে। ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলামের নির্দেশে খানা পুলিশ গোপন সংবাদেরন ভিত্তিতে রবিবার সন্ধায় উপজেলার দক্ষিন দেবীপুরে আবু বক্কর সিদ্দিকের পুত্র শাহানশাহকে (৩০) ,একই গ্রামের সিরাজউদ্দিনের পুত্র ভুটটুকে (২৫),এবং একই দিন কশিগাড়ী গ্রামের আব্বাস আলীর পুত্র আলমগীর হোসেনকে(৩০) মাদক দ্রব্য ও সরঞ্জামাদিসহ গ্রেফতার করে। পুলিশ একই রাত সাড়ে ৮টায় গ্রেফতারকৃতদের র্বিাহী ম্যাজিষেট্রট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের নিকট ্উপস্থিত করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাহানশাহকে ৮মাস,ভুট্টুকে ২০দিন ও আলমগীরকে ৫মাস কারাদন্ডের আদেশ দেন।