বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার বিকেল ৫টায় বকুলতলা মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তপন দেবনাথ ভজন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পিযুষ কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। আওয়ামী লীগ নেতা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা সেলিম হাওলাদার খোকন প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২নং ওয়ার্ডের পিযুষ কান্তি হালদারকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এ সময় ইউপি সদস্য শেখ লিয়াকত হোসেন, মোঃ হাফিজুর রহমান, শাহানারা আক্তার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।