যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিন্টু, আবদুস সবুর হেলাল, ফারুক আহমেদ কচি, ফিরোজ খান প্রমুখ।
সভায় আলী রেজা রাজুর জীবনীর উপর আলোচনা করেন বক্তরা।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিতহয়।