যশোরে যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, সৈয়দ মেহেদী আহমেদ, সোহরাব হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, সোহাগ হত্যাকান্ডে এক বছর অতিবাহিত হলেও পলাতক খুনি কাজলসহ অন্যনারা এখনো পলাতক রয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।