যশোর সদর উপজেলার ঘুরুলিয়া আড়পাড়া খালের পূর্ব পাশে পাড়ের মাটি নষ্ট করছে এলাকার একটি দুর্বৃত্ত্বরা। এলাকার সাধারণ মানুষ তাদের একাধিকবার নিষেধ করার পরও কোন কর্ণপাত করছে না চক্রটি। ওই চক্রের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে এলাকাবাসীর পক্ষে ঘুরুলিয়া গ্রামে হাশেম আলী মোল্যা অভিযোগ দিয়েছেন।
অভিযোগে হাশেম আলী মোল্যা জানান, ঘুরুলিয়া-আড়পাড়া খানের পূর্বপাশের পাড় নষ্ট করছে আড়পাড়ার আনার মোল্যার ছেলে আকরাম আলী, নিকাইল মোল্যার ছেলে আক্কাছ আলী, ইউছুপ আলী ও ইউনুচ আলী। পাড়ের মাটি কেটে তারা অন্যত্র নিয়ে যাচ্ছে। তাছাড়া পাড় নষ্ট করছে। এলাকাবাসীর পক্ষে তাদের বার বার নিষেধ করা হলেও কোন রকম কর্ণপাত করছে না। এদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেয়া না হলে এলাকাবাসীর বড় ধরণের ক্ষতি হবে বলে উল্লেখ করেছেন।