গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, ধানের ন্যায্যমূল্যসহ সাত দফা দাবিতে যশোর শহরে বিক্ষোভ মিছিল ও পথা সভা করেছে কৃষক সংগ্রাম সমিতি। সোমবার দুপুরে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও পাইপপট্টি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস ও জাতীয় ছাত্রদল নেতা মধু মঙ্গল বিশ্বাস প্রমুখ।