বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কোর্টের জারিকারক সাইফুল ইসলাম এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে বগুড়া জেলা প্রশাসক, বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট, স্বরাষ্টমন্ত্রনালয় এবং আইন মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে ভূক্তভোগী জহুরা মার্কেট এর ১নং দোকান পাঁচ ভাই এন্টিক এর পরিচালক বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়া ঝোপগাড়ী মৃত-ওমির উদ্দিন প্রাং এর পুত্র আবদুল খালেক।
উক্ত চিঠিতে উল্লেখ করা হয় যেখানে মানুষ যায় ন্যায় বিচারের জন্য সেই আদালতে চাকুরী করেই আইনকে বিদ্ধাঙ্গুলী দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে করার চেষ্টা করেছেন জারিকারক সাইফুল। স্বাক্ষর জাল করে কিছু ভূয়া কাগজ তৈরির মাধ্যমে একক নামে দোকান ঘর দখল করার পায়তারা করছে। সেই দোকান উদ্ধারে আমরা আইনের দ্বারস্থ্য হলেও সে প্রভাব ঘাটিয়ে আমাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে। উল্লেখ্য বগুড়া শহরের নিউ মার্কেট সংলগ্ন গালাপট্রি এলাকার জহুরা মার্কেট এর ১নং দোকান ঘর আমরা পাঁচ ভাই ১৯৮৭ইং সালে ২০শে আগস্ট প্রতৃক মালিকের নিকট হতে পজিশন নিয়ে ব্যবসা করছি। পরবর্তীতে ওই দোকান ঘর আশরাফ আলী কে লিখিত চুক্তিনামা মূলে ভাড়া দিয়ে ভাড়া আদায় করে দখল ভোগ করে আসছি। মেয়াদ শেষ হবার পরে ওই দোকানটি পাঁচ ভাই এন্টিক নামে ব্যবসা পরিচালনা করে আসছি।
ব্যবসা পরিচালনা করা অবস্থায় কতিপয় সন্ত্রাসী দ্বারা জারিকারক সাইফুল ইসলাম দোকান ঘর ভাংচুর সহ বিভিন্ন এন্টিক এর মালামাল লুট করে নিয়ে যায়। এবং জাল স্বাক্ষর করে কিছু ভূয়া কাগজ তৈরি করে দোকানঘর দখল করার পায়তারা করে। এবং বিভিন্ন সময়ে আমাদেরকে জীবন নাশের হুমকি, ধামকি ও প্রশাসনিকভাবে হেনস্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে। তাই এই ধরনের আইন অবমাননাকারীকে আইন এর আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবী জানাচ্ছি এবং একই সাথে প্রশাসনের নিকট আমাদের পরিবারের নিরাপত্তার জোর দাবী জানাচ্ছি।