বগুড়ায় করতোয়া নদীতে বন্দুদের সাথে গোসল করতে গিয়ে সোহাগ (৯)নামের এক শিশুর সলিল সমাধি হয়েছে। নদীতে নিখোঁজ হবার কয়েক ঘন্টা পর সোহাগের নিথর দেহ নদী থেকে উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকায়।
মৃত সোহাগ (৯) শহরের উত্তর চেলোপাড়া এলাকার শ্রমজীবী আলমগীর হোসেনের ছেলে এবং স্থানীয় খাদিজা নার্সারি স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানায়, গতকাল সোমবার দুপুর আনুমানিক সোয়া একটার দিকে সোহাগ সমবয়সী তার এক বন্ধুর সাথে বাড়ীর অতিনিকটে করতোয়া নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে নদীতে ডুবে গেলে সেখানে চিৎকার চেঁচামিচি শুরু হয়।এসময় লোক মারফত শিশু সোহাগের নিখোজ হবার বিষয়টি তার বাড়ীতে জানান। পরে বগুড়া ফায়ার সার্বিস এ- সিভিল ডিফেন্স এ খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনা স্থলে পৌছে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। এর একপর্যায়ে প্রায় ৩ঘন্টার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৪টার দিকে করতোয়া ব্রিজের দক্ষিনের একটি স্থান থেকে নদীতে নিখোজ শিশু সোহাগের নিথরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
পরে তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।