নওগাঁর মান্দায় পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে ক্ষুদ্র কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার মুশফিকুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) সেলিনা বেগম. পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, ইউসিসিএ লিঃ এর সভাপতি ছহির উদ্দিন, পরিদর্শক সেকেন্দার আলী প্রমুখ। শেষে কৃষক সমবায় সমিতির ৯৯ জন সদস্যের মাঝে ১৮ লাখ ২২ হাজার টাকার আবর্তক কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।