নীলফামারীর সৈয়দপুরে গত কয়েকদিন ধরে ছেলেধরা আতঙ্কে ভুগছে এলাকাবাসী। আজ সোমবার এবং গত শুক্রবার হতে শহরের বিভিন্ন এলাকায় অতি উৎসাহী এলাকাবাসী মহল্লায় পাগল বেশে ঘোরাফিরা করলেই ছেলেধরা সন্দেহে লোকজড়ো করে গনপিটুনি দিয়ে পুলিশকে খবর দিচ্ছে। এভাবে এ ্পর্যন্ত সৈয়দপুর শহরের বিভিন্ন মহল্লায় আবদুল মালেক (৫০), হেলাল হোসেন (৪০), আবদুল গফুর (৫৬) ও মেরিয়ান খাতুন (৪০) নামের ৪ জনকে ছেলেধরা সন্দেহে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ছাড়া অপর দুজনকে গনধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে। এ নিয়ে এ উপজেলায় গত শুক্রবার হতে এ পর্যন্ত ৬ জন গনধোলাইয়ের শিকার হয়েছেন। এ ব্যাপারে সৈয়দপুর থানার কর্মকর্তা ইনচার্জ শাহজাহান পাশা জানান, ৪ জনের সকলেই মানসিক রোগী। এদের বাড়ি নীলফামারী, দিনাজপুর ও বরিশালে। আজ বিকেলে উদ্ধার এসব ব্যাক্তিদের স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।