বরগুনার আলোচিত রিফাত হত্যাকান্ডে গ্রেফতার স্ত্রী মিন্নির আদালতে দেওয়া জবানবন্দি বাতিল ও তার সুচিকিৎসার দাবিতে করা আবেদন নামঞ্জুর করেছে আদালত। মিন্নির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী সোমবার দুপুরে মিন্নির আদালতে দেওয়া জবানবন্দি বাতিল ও তার সুচিকিৎসার দাবিতে করা আবেদন নামঞ্জুর করেন। মিন্নির আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম জানান,বিজ্ঞ আদালত জেল সুপারের মাধ্যমে ওকালত নামায় মিন্নির স্বাক্ষর এনে আবেদন করতে বলেছেন।
উল্লেখ্য যে, গত ১৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনা পুলিশ লাইনসে নিয়ে যায় পুলিশ। এরপর দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় মিন্নিকে রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।