জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা আওয়ামী লীগই প্রতিষ্ঠা করবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল নিপীড়ন রোধ করতে। তিনি বলেন, আওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন ও ভাতা বৃদ্ধি করেছেন। তিনি বলেন, আমাদের যুব সমাজ যাতে মাদকের হাতছানিতে বিপথগামী না হয় সেজন্য বর্তমান সরকার উপজেলা পর্যায়ে খেলাধুলার ব্যবস্থা করেছেন। সেই সাথে খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতা থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে যা যা সুযোগ সুবিদ্ধা প্রয়োজন বর্তমান সরকার তার ব্যবস্থা করছেন।
২২ জুলাই ২০১৯ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, খেলাধুলার পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ঈদয় চন্দ্র রায়, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আকতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার পুরন চন্দ্র রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী।
বিকাল ৪ টায় এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিকাল বেলা বঙ্গবন্ধু ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন।