রাজশাহীর বাঘায় পৃথক অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিল সহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সুত্রে জানা গেছে, রোববার রাত ১০ টার সময় উপজেলার পানিকমড়া স্কুল মাঠে ১৫ বোতল ফেন্সিডিল কে বা কাহাকে দেয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল পার্শ্ববর্তী মালিয়ানদাহ গ্রামের সমশেরের ছেলে মেরাজ এবং গোকুলপুর এলাকার নুরুল ইসলামের ছেলে জুয়েল রানা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাদের হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসেন।
এর আগে উপজেলার বারখাদিয়া স্কুল মাঠ থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় চাঁদপুর মতলব থানা এলাকার কালাম মিয়ার ছেলে কামরুল হাসান এবং বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আসকানের ছেলে নাজমুল হক কে। পুলিশ জানায়, নাজমুল হক কালামকে ফেন্সিডিল দেয়ার সময় তাদের দু’জনকে আটক করা হয়।
বাঘা থানা কর্মকর্তা ইনচার্জ আবদুল ওহাব জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে সোমবার সকালে অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।