নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা ধ্বংস করার উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার (২২ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আজ থেকেই ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ চিহ্নিত করেছে নির্মাণাধীন ভবনগুলোতে এডিস মশার প্রজনন স্থল অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। অনেক নির্মাণাধীন ভবন মালিক নগর কর্তৃপক্ষের এই অনুরোধে সাড়া দিচ্ছেন না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে নগর কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবে।