নীলফামারীর ডোমার উপজেলায় আরসিসি রাস্তা নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে ঘন্টাব্যাপি এ মানববন্ধনের আয়োজন করে তরুণ নাগরিক ঐক্য পরিষদ।
পরিষদের আহ্বায়ক এসকে সোহেলের সভাপতিত্বে কমরেড মফিজার রহমান দুলাল, অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, প্রভাষক জাকির প্রধান, স্থানীয় সংবাদকর্মী আবু ফাত্তাহ কামাল পাখী, আনিছুর রহমান মানিক, আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইয়াছিন মোহাম্মদ সিথুন, রাশেদুল ইসলাম আপেল, ব্যবসায়ী তুহিন ইবনে হাদি, তরুন নাগরিক ঐক্য পরিষদের যুগ্ন আহ্বায়ক সুজন রানা, আসিফ ইকবাল মামুন, সুমন ইসলাম, রাশেদুল ইসলাম আপেল প্রমূখ বক্তব্য রাখেন। বক্তগণ মাদ্রাসার মোড় থেকে শুরু করে ডোমার বাজার হয়ে উপজেলার মোড় পর্যন্ত দ্রুত আরসিসি রাস্তা নির্মানসহ ওই রাস্তা দিয়ে ১০চাকার ট্রাক চলাচল বন্ধের জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। শেষে দুপুর দুই টার দিকে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করে পরিষদের সদস্যরা।