বন্যা পরবর্তিতে কি করণীয় এবং বন্যার্তদের মাঝে ভিজিএফ বিতরণ উপলক্ষে উপজেলা ত্রাণ কমিটির এক জরুরী সভা সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা ত্রাণ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:আকবর হোসেন হিরো সভাপতিত্বে জরুরী সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। জরুরী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান,ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা আমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আবদুল হাই সরকার,রাজিবপুর উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন,রাজিবপুর থানার কর্মকর্তা ইন চার্জ(ওসি) রবিউল ইসলাম,রাজিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আজিজুর রহমান,রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল,কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু প্রমুখ। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান জানান,এ পর্যন্ত রাজিবপুর উপজেলার বন্যার্তদের মাঝে ৭৮ মে.টন জিআরের চাল ও ১ লক্ষ ৪০ হাজার জিআরের টাকা বরাদ্ধ পাওযা গেছে। তা যথাযথ ভাবে বানভাসিদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া বানভাসি মানুষের জন্য ১৬ হাজার ৬৮৫ পরিবারকে ভিজিএফ প্রদান করা হবে। এতে রাজিবপুর ইউনিয়নের জন্য ৬ হাজার ৬৮৫ পরিবার,মোহনগঞ্জ ইউনিয়নের জন্য ৫ হাজার ১৭২ পরিবার এবং কোদালকাটি ৪ হাজার ৭৭৮ পরিবার সুবিধা পাবে। প্রত্যেক পরিবার ১৫ কেজি করে চাল পাবে। তবে যে হারে রাজিবপুর উপজেলা মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে হারে ত্রাণ বিতরণ করা হয়নি বলে বানভাসি মানুষের অভিযোগ। রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল ত্রাণ কমিটির সভায় বন্যা দূর্গত রাজিবপুর উপজেলার জিও এনজিওদের লোনের কিস্তি মওকুফ অথবা বন্যার স্বাভাবিক অবস্থা ফিরে আসা না পযর্ন্ত, লোনের কিস্তির জন্য গ্রাহকদের চাপ প্রয়োগ না করার জন্য সুপারিশ করেন।