রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।এখন পর্যন্ত এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হলো বলে জানিয়েছে পুলিশ। মোবাইলে ধারণ করা ভিডিও দেখে তাদেরকে গ্রেফতার করা হয়।শনিবার (২০ জুলাই) সকালে স্কুলে সন্তানের ভর্তির খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান রেণু। ঐ দিন রাতেই বাড্ডা থানায় একটি মামলা করেন নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫শ জনকে আসামি করে মামলা করা হয়। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান।