জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাটমোহর উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে,উপজেলা নিমাইচড়া ইউনিয়নের চলনবিল এলাকায় শনিবার ২টি বাদাই জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। যার আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা। পরে সমাজ বাজারে এনে জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান,জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।