নওগাঁর পোরশায় ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও গণপুর্ত অধিদপ্তরের তত্তাবধানে ১২ কৌটি ৬৫লাখ টাকা ব্যায়ে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার নিতপুর মাদ্রাসা মোড়ে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পোরশা জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার মহাপরিচালক আলহাজ¦ শরিফুদ্দিন শাহ্ চৌধুরী(গেনা হুজুর)। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ পিংকু বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সভায় প্রধান অতিথি তার নিজেস্ব স্বেচ্ছাধীন তহবীল হতে হতদরিদ্রদের অনুদান বিতরন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের পুরুষ্কার বিতরন ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমূহে মালিটমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন করেন। কৃষি কর্মকর্তা মাহফুজ আলমের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালঅম শাহ্। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইসলামি ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক গোলাম মোস্তফা, গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওসমানগণি, জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার মহাপরিচালক আলহাজ¦ শরিফুদ্দিন শাহ্ চৌধুরী(গেনা হুজুর), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। অন্যন্যের মধ্যে এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাফিয়া আখতার অপু, থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রঞ্জিত সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ ফজলুল হক চৌধুরী, ইউআরসি ইন্সিট্রাক্টর আহসান হাবিব, সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম ও আবদুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও: আবদুল আহাদ সহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।