পাবনার সুজানগরের বন্যাকবলিত শারীরভিটা গ্রামে গতকাল সোমবার পানিতে ডুবে রাজিব হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রমজান আলীর ছেলে। জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে শিশু রাজিব বাড়ির সবার অজান্তে বাড়ি সংলগ্ন একটি ডোবায় গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজা-খুঁজি করে ওই ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।