পাবনার সুজানগরে গতকাল সোমবার দুইদিন ব্যাপি খামারীদের দুগ্ধ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ওইদিন সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সভা কক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল। দিনভর অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে উপজেলার ৩৫জন দুগ্ধ খামারী অংশ নেন। এতে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন ও ভেটেরিনারী সার্জন ডাঃ আবদুল লতিফ। প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ওই প্রকল্পের ইউডিএফ ইমরান আলী। এ ছাড়া এদিন একই প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান বিষয়ক দুইদিন ব্যাপি এক প্রশিক্ষণ উপজেলা আইটিআরসিই ভবনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন কম্পিউটার শিক্ষক অংশ নেন।