কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে আরও একজনের মৃত্যু হয়েছে জানা গেছে উপজেলার পুটিমারী কাজলডাঙ্গা ফকিরেরভিটা এলাকার মৃত্যু মেছের উদ্দিনের স্ত্রী ছমিরন বেওয়া (৭০) শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে পানি পেরিয়ে পাউবো বাঁধে আসছিল। ¯্রােতের তোড়ে ভাসিয়ে গেলে পানিতে ডুবে নিখোঁজ হয় অনেক খোজাখুজির পর ঐদিন তাকে পাওয়া না গেলে পরের দিন রোববার দুপুরে তার লাশ ভেসে উঠে।