কুড়িগ্রামের চিলমারী গতকাল সোমবার উপজেলা খাদ্যগুদাম চত্তরে বন্যার্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক তার বক্তব্যে বলেন একটি মানুষও না খেয়ে থাকবে না। অনুষ্ঠানে বর্ন্যাতদের মাঝে চিড়া, চাল, নুডলস, চিনি, লবন, তেল সহ শুকনা খাবারের ৫’শ প্যাকেজ প্যাকেট বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ রোকেয়া সুলতানা, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী জেলা প্রশাসক সুলতানা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস সরকার। জাহাঙ্গীর কবীর নানক তার বক্তব্যে আরও বলেন এ এলাকার একটি মানুষও ঘর ছাড়া থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বার্তাটুকু আপনাদের নিকট পৌছে দিতে আমাদেরকে পাঠিয়েছেন।