চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম বৃহৎ আম বাজার রহনপুর স্টেশন আম বাজার পরিদর্শন করেছেন জাইকার একটি প্রতিনিধি দল। রোববার বিকেলে তারা ওই আম বাজারে এসে উপস্থিত হলে তাদের স্বাগত জানান, রহনপুর স্টেশন আম বাজার আড়ৎদার সমিতির সাধারন সম্পাদক মতিউর রহমান (খাঁন) এর আগে তারা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুরে একটি আম বাগান পরিদর্শন করেন। এরপর তারা একই ইউনিয়নের আলমপুরে অবস্থিত পাল্প তৈরির ফ্যাক্টরি চাঁপাই এগ্রো প্রডাক্ট পরিদর্শন করেন। এ সময় তাদের স্বাগত জানান, ফ্যাক্টরির মালিক গোলাম মোহাম্মদ ফিটু মিঞা। প্রতিনিধি দলে ছিলেন, মিকিকো কানো, নাওকি, হিডিও, ফুমিকো, থাকিজু।