মুলাদীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুবর্ৃৃত্তরা। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত চরকালেখান ইউনিয়নের সদস্য মহসিন সরদারকে হত্যার চেষ্টা চালায়। মহসিন সরদার জানান রবিবার রাত সাড়ে ১০টার দিকে নোমরহাট থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আজিজ সরদারের বাড়ি অতিক্রম করে পূর্ব দিকে যাওয়ার সময় ৭/৮জন মুখোশধারী সন্ত্রাসী রড, লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি পিটানো শুরু করলে মহসিন সরদার পার্শ্ববর্তী ডোবায় পড়ে সাতরে উঠে নির্মানাধীন পূর্ব বানিমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রমিকদের কাছে গিয়ে রক্ষা পান। দুর্বৃত্তদের হামলায় মহসিন সরদারের ডান হাত ভেঙ্গে গেছে। পরে নির্মান শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতলে ভর্তি করে। মহসিন সরদারের দাবী পূর্ব শত্রুতার জেরধরে শাহজাহান রাঢ়ির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহসিন সরদার বাদী হয়ে গতকাল সোমবার সকালে শাহজাহান রাঢ়িসহ ৮জনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান ইউপি সদস্যের ওপর হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।