মুলাদীতে বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদারের সংবধর্ণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে এ সংবধর্ণা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার হাবিবুর রহমান হাওলাদার, সাবেক ডেপুটি কমা-ার হাবিবুর রহমান হান্নান, চরকালেখান ইউপি চেয়ারম্যান হাজ¦ী মোঃ মোহসীন উদ্দীন খান, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমা-ারবৃন্দ।