ফুলবাড়ীয়া উপজেলার পুঠিজানা ইউনিয়নের বেরিবাড়ি গৌরিপুর গ্রামে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটি শিবগঞ্জ আল আমিন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। রোববার রাতে ধর্ষক আবুল হোসেনের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষিতার পিতা আলাল উদ্দিন বাদি হয়ে মামলাটি করেন। গত ২৬ বাড়িতে মেয়েটিকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে স্থানীয় আবুল হোসেন। ধর্ষণের ঘটনাটি লজ্জায় মেয়েটি কাউকে বলেনি। পরে স্কুলছাত্রীর শাররিক পরির্বতন দেখা দিলে তার মা ডাক্তারের কাছে নিয়ে পরিক্ষা করানোর পর জানতে পারেন তার মেয়ে দুই মাসে অন্তঃসত্ত্বা ঘটনাটি জানাজানি হওয়ার পর ধর্ষক আবুল হোসেন এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশ সোমবার সকালে স্কুলছাত্রীর ডাক্তারী পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। ফুলবাড়ীয়া থানার কর্মকর্তা ইনচার্জ ফিরোজ তালুকদার বলেন, অভিযোগের প্রেক্ষিতে ধর্ষন মামলা হয়েছে এবং তদন্ত চলছে।