বগুড়ায় আমেরীকা প্রবাসী এক ব্যাক্তির নির্মানাধিন চারতলা ভবনে রাজ মিস্ত্রীর কাজ করার সময় ববন থেকে পড়ে গিয়ে রায়হান (৩২)নামের এক যুবক মারা গেছে।মর্মান্তি ঘটনাটি গটেছে গতকাল দুপুরে শহরের জামিলনগর এলাকায়।
নিহত রায়হান গাবতলী উপজেলার হাতীবান্ধা গ্রামের টুকু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সঙ্গীরা জানান, গতকাল দুপুর দিকে শহরের জামিলনগর এলাকার প্রবাসী আব্দুল্লাহ আর শাদ এর নির্মানাধিন ভবনের বাহিরে চার তলার উপরকাজ করার একপর্যায়ে রায়হান নিচে পড়ে যায়। পরে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।