সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ'র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ঝালকাঠির একটি হলরুমে এ শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান। শহর জাতীয় পার্টি সভাপতি অ্যাডভোকেট আবদুল আলিমের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী মোল্লা, প্রবীণ নেতা অ্যাডভোকেট আনিচ উদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমিক পার্টির প্রচার সম্পাদক কামরুজ্জামান খান, সদর থানা সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, নলছিটি সভাপতি আবদুল জলিল গাজী, রাজাপুর থানা সভাপতি কামরুল ইসলাম দুলাল, আলী হোসেন নান্নু, শোয়েবুর মোর্শেদ সোহেল, জেলা যুব সংহতি সভাপতি সৈয়দ আবু শহিদ, বেলায়েত হোসেন প্রমুখ।