আশাশুনি উপজেলার খাজরায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণকারী লিটন গাজীকে রোববার (২১ জুলাই) আদালতে প্রেরন করা হয়েছে। ধর্ষিতার মেডিকেল টেস্ট করা হয়েছে।
খাজরার দুর্গাপুর গ্রামের আছাদুল গাজীর পুত্র লিটন (২৬) গত শুক্রবার রাতে খাজরার এক ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন করে। তাকে এলাকাবাসী আটকের পর ধর্ষণ ঘটনা ধামাচাপা দেওয়ার দেন দরবার চালাচ্ছিল। পরদিন শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌছে ধর্ষককে গ্রেফতার করেন। এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় ধর্ষন মামলা (নং ২০ তাং ২০/৭/১৯) রুজু করেন। রোরবার ধর্ষককে আদালতে সোপর্ধ করা হয়েছে। ধর্ষিতার মেডিকেল চেকআাপের ব্যবস্থা করা হয়েছে।