আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর ৫ম দিনে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুলাই) সকাল ১০.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। অন্যান্যের মধ্যে সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এস মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যমে মৎস্য সেক্টরে ইলিশ সম্পদ ব্যবস্থাপনা, অভয় অরণ্য ব্যবস্থাপনা, খামার মাছ চাষ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে চিত্র প্রদর্শন ও বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করা হয়।